বড়দিনে কুয়াশার চাদরে ঘুম ভাঙল তিলোত্তমার, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

আজ ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা, হাওড়া, হুগলিঁদ এবং মেদিনীপুর। কিন্তু বেলা বাড়তে উধাও সেই কুয়াশা।

December 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ বড়দিনে ছুটির মেজাজে সাধারণ মানুষ। পিকনিক, আড্ডা, বেড়াতে যাওয়া, খাওয়া-দাওয়া সব মিলিয়ে সকাল থেকেই যেন উৎসবের আমেজ শহরজুড়ে। কিন্তু বড়দিনেও শীতের দেখা নেই।

ঘূর্ণাবর্তের জন্য রাজ্যে প্রবেশ করছে জলীয় বাষ্প। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। আজ ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল কলকাতা, হাওড়া, হুগলিঁদ এবং মেদিনীপুর। কিন্তু বেলা বাড়তে উধাও সেই কুয়াশা। উল্টে কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি এবং গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen