গরমে প্রাণ ওষ্ঠাগত, কবে আসছে বর্ষা? আশার হদিশ দিল আলিপুর আবহাওয়া দপ্তর

১৪ থেকে ১৫ জুনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, এমনি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আশা করা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে তখনও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

June 13, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই বরং ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে, ছবি সৌজন্যেঃ PTI

১১ জুন কলকাতায় বর্ষা ঢোকার নির্ধারিত সময় ছিল। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই বরং ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হচ্ছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। সবারই প্রশ্ন, কবে বৃষ্টি আসবে? এবার দক্ষিণবঙ্গের জন্য আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আশা করা যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। ১৪ থেকে ১৫ জুনের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, এমনি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আশা করা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে তখনও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবারও সন্ধের দিকে কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তন হবে মঙ্গলবারের পর থেকে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও বুধবার থেকে ভারী-অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen