বাংলার জন্য সুখবর, রাজ্য পাচ্ছে আরও একটু জাতীয় সড়ক

এই জাতীয় সড়ক কবে থেকে তৈরি শুরু হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।

April 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: প্রতীকী

রাজ্যের জন্য আবার একটি সুখবর। এবার পশ্চিমবঙ্গ পেতে চলেছে আরো একটি জাতীয় সড়ক। কার্যত উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগের উন্নতির জন্য বাংলাদেশ সীমান্তের পাশ দিয়ে হতে চলেছে নতুন জাতীয় সড়ক। কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্পের অধীনে সীমান্ত বরাবর ৩১৮ কিলোমিটার রাস্তা ধরে জাতীয় সড়ক তৈরি হতে চলেছে। চার লেন বিশিষ্ট এই সড়ক বসিরহাট থেকে শুরু হবে। এবং তারপর সেখান থেকে বনগাঁ হয়ে যাবে কৃষ্ণনগর। সেখান থেকে চাপড়া হয়ে তেহট্ট, করিমপুর যাবে এই সড়ক। এবং তারপর ডোমকল, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, ভগবানগোলা, লালগোলা হয়ে জঙ্গিপুর পর্যন্ত বিস্তৃত হবে এই রাস্তা। কার্যত মনে করা হচ্ছে, এই রাস্তা তৈরি হলে পরিবহনের ক্ষেত্রে ব্যাপক সুবিধা দেখা দেবে। তবে এই জাতীয় সড়ক কবে থেকে তৈরি শুরু হবে, তা অবশ্য এখনও জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen