সোশ্যাল মিডিয়াতে সহজ জীবনের কথা বলেও ছন্দ পতন মঞ্জুষার! কী লিখেছেন তিনি?

একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই চ্যানেলের কর্ণধার ঈশিতা সুরানা সংবাদ মাধ্যমে জানিয়েছেন , অন্য বেশ কিছু অভিনেত্রীদের মতো কোনও ঝঞ্ঝাট বা অতিরিক্ত চাহিদা ছিল না মঞ্জুষার। কাজের ইচ্ছেও ছিল প্রবল।

May 27, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
মঞ্জুষা নিয়োগী, ছবি সৌঃ মঞ্জুষা নিয়োগী/ফেসবুক

‘জীবন সহজ হোক, স্বপ্ন বড়’- মঞ্জুষা সামাজিক মাধ্যমে এই লেখার প্রিন্টেড একটি টি শার্ট পরে ছবি দিয়েছেন কখনো, কখনো আবার লিখেছিলেন ‘জীবন যতই গুছিয়ে রাখি, ততই পেঁচিয়ে যায়’। ছ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। চিত্রগ্রাহক বরের সঙ্গেই বিবাহিত জীবনের ছ মাস উদযাপনে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন ‘আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে—পুরাতন প্রেম নিত্যনূতন সাজে…পায়ে পায়ে ছয় মাস।’

তারপর! কী এমন হলো! প্রশ্নের পর প্রশ্ন আসছে। একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিকে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই চ্যানেলের কর্ণধার ঈশিতা সুরানা সংবাদ মাধ্যমে জানিয়েছেন , অন্য বেশ কিছু অভিনেত্রীদের মতো কোনও ঝঞ্ঝাট বা অতিরিক্ত চাহিদা ছিল না মঞ্জুষার। কাজের ইচ্ছেও ছিল প্রবল।

তবু আজ সকালে তাঁর এই মৃত্যু কেন? কেউ কেউ বলছেন তাঁর অভিনীত বহুল প্রচলিত একটি ধারাবাহিকের চরিত্রের মতোই আত্মহননের পথে গেলেন মডেল অভিনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen