ডান না বাম – কোন দিকে থাকা ভাল গণেশের শুঁড়, কী বলছে পণ্ডিতমহল?

কখনও ডানাবর্ত, কখনও বামাবর্ত, শুঁড়ের ভঙ্গিমাতেই লুকিয়ে বিশেষ অর্থ।

August 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২৫: কখনও ডানাবর্ত, কখনও বামাবর্ত, শুঁড়ের ভঙ্গিমাতেই লুকিয়ে বিশেষ অর্থ। গণেশ পূজার রীতি বহুকাল ধরেই ঘরোয়া ভক্তি ও আচার-অনুষ্ঠানের অন্যতম অঙ্গ। কিন্তু ভক্তদের অনেকেরই চোখ এড়িয়ে যায় একটি গুরুত্বপূর্ণ দিক – গণেশ মূর্তির শুঁড় কোনদিকে ঘোরানো। শাস্ত্রমতে, শুঁড়ের অবস্থানেই লুকিয়ে আছে ভিন্ন ভিন্ন তাৎপর্য।

বামাবর্ত গণেশ- অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বাঁ দিকে ঘোরানো শুঁড়ের গণেশমূর্তি। একে বলা হয় বামাবর্ত গণেশ। শাস্ত্রকারদের মতে, বাঁদিক নির্দেশ করে চন্দ্রনাড়ী বা ইড়া নারীকে যা শান্তি, প্রশান্তি ও শীতলতার প্রতীক। গৃহস্থের পূজার জন্য এই রূপ বিশেষ শুভ। বিশ্বাস করা হয় যে এই ভঙ্গিমার গণেশ সহজেই সন্তুষ্ট হন এবং ভক্তকে সুখ-শান্তি, সম্পদ ও দীর্ঘায়ু দান করেন।

ডানাবর্ত গণেশ- কিছু মূর্তিতে দেখা যায় শুঁড় ডানদিকে ঘোরানো। এ রূপকে বলা হয় ডানাবর্ত গণেশ। এটি তুলনামূলকভাবে দুর্লভ এবং শক্তিশালী। ডানদিক সূর্যনাড়ী বা পিঙ্গলা নাড়ীর প্রতীক, যা তেজ, শক্তি ও শৃঙ্খলার প্রতিফলন। তবে এই রূপের পূজা গৃহস্থালি আচার-অনুষ্ঠানে করা সহজ নয়। নির্দিষ্ট বিধি মেনে পূজা করতে হয়, নইলে অশুভ ফলের আশঙ্কা থাকে। সাধারণত মন্দির বা বিশেষ আচারেই এই রূপের আরাধনা করা হয়।

অতএব, শুঁড়ের অবস্থান শুধু অলঙ্করণ নয়, তা গণেশের ভক্তিপরায়ণতারও প্রতীক। বাঁ-ঘোরানো শুঁড়ের গণেশ যেখানে গৃহস্থের শান্তি ও সমৃদ্ধির প্রতীক, সেখানে ডান-ঘোরানো শুঁড়ের গণেশ শক্তি ও কঠোর নিয়মশৃঙ্খলার প্রতিফলন।

পূজার আসরে কোন রূপের গণেশ বিরাজ করছেন, তার ওপরই নির্ভর করছে ভক্তের ভক্তি ও ফলাফল, এমনটাই মনে করছে পণ্ডিতমহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen