নয়া কোন ফিচার আনছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম Youtube?

আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। বাটনটি শিগগিরি আত্মপ্রকাশ করবে। ফিচারটির বিষয়ে খতিয়ে দেখছে গুগল।

December 29, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আনতে চলেছে নয়া ফিচার। জানা যাচ্ছে, একটি নতুন বাটন নিয়ে ইউটিউব ভাবনাচিন্তা করছে। যার নাম প্লে সামথিং। আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। বাটনটি শিগগিরি আত্মপ্রকাশ করবে। ফিচারটির বিষয়ে খতিয়ে দেখছে গুগল।

কালো ব্যাকগ্রাউন্ডের বাটনে সাদা টেক্সটে লেখা থাকবে। বটন বারের উপরেই দৃশ্যমান হচ্ছে এটি। তাতে ক্লিক করলেই শর্টস প্লেয়ারে যেকোনও ভিডিও শুরু হয়ে যাবে। এই বাটনে রেগুলার কনটেন্টও চলবে। তাতে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডানদিকে তা দেখা যাবে। কেবল মোবাইলের জন্য এই ফিচারটি ভাবা হচ্ছে।

অক্টোবরে ইউটিউব ঘোষণা করেছিল, তারা নতুন নতুন ফিচার নিয়ে আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার বা মিনি প্লেয়ারের নয়া ডিজাইনের মতো অনেক কিছুই রয়েছে।

জানা গিয়েছে, এবার ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব। বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি কনটেন্টের বিরুদ্ধে এবার কড়া হাতে মাঠে নামবে ইউটিউব। আগামী মাস থেকে ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এ’সব ভিডিও। ইউটিউব জানিয়েছে, ভারতে বহু কনটেন্ট ক্রিয়েটর চটকদার হেডলাইন এবং থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। কিন্তু ভিডিওতে ওই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনও তথ্যই থাকে না। দর্শকরা তথ্যের সন্ধানে ওই কনটেন্টে দেখতে গিয়ে হতাশ হয়ে ফিরে আসেন। দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না ইউটিউব। কারণ, এতে প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen