ফুটবল থেকে অবসরের পর কী করবেন LM10? ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করলেন মেসি
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৩০: বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ধীরে ধীরে নিজের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। ইন্টার মায়ামির জার্সিতে এমএলএস খেললেও, মাঠের বাইরে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। অবসর নেওয়ার পর কোচিং নয়, বরং ফুটবল ক্লাবের মালিকানা ও ব্যবস্থাপনার দিকেই বেশি ঝোঁক মেসির—এ কথা স্পষ্ট করলেন তিনি নিজেই।
এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সি মেসি খোলাখুলি জানান, “কোচ হিসেবে নিজেকে আমি সত্যি দেখতে পাই না। ম্যানেজার হওয়ার ভাবনাটা ভালো লাগে, তবে তিনটির মধ্যে বেছে নিতে হলে আমি মালিক হওয়াকেই বেশি পছন্দ করি।” তাঁর লক্ষ্য, একেবারে নিচের স্তর থেকে একটি ক্লাব গড়ে তোলা—যেখানে তরুণ ফুটবলাররা সুযোগ পাবে, নিজেদের প্রতিভা বিকাশের মঞ্চ পাবে।
মেসি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু তৈরি করাই হবে তাঁর মূল উদ্দেশ্য। “আমি নিজের একটা ক্লাব চাই। তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে চাই, মানুষকে এগিয়ে যেতে সাহায্য করতে চাই এবং ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ ক্লাব গড়ে তুলতে চাই,” বলেন তিনি। ঠিক যেমন ভারতের ঘরোয়া ফুটবলে মোহনবাগান-ইস্টবেঙ্গলের যুব একাডেমি থেকে উঠে আসে নতুন তারকারা, তেমনই একটি শক্ত ভিত গড়ার স্বপ্ন দেখছেন মেসি।
সম্প্রতি আমেরিকান বিজনেস ফোরামেও মেসি জানিয়েছেন, ফুটবলের পাশাপাশি ব্যবসার জগৎ তাঁকে টানছে। যদিও এখনও তিনি মাঠে শতভাগ মনোযোগী, তবু ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন ধীরে ধীরে। উল্লেখ্য, গত বছরই তিনি উরুগুয়ের নিম্ন ডিভিশনের ক্লাব ডিপোর্টিভো এলএসএম-এ অংশীদার হন, যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ যুক্ত। পাশাপাশি আর্জেন্টিনার চতুর্থ ডিভিশনের লিওনেস দে রোসারিও এফসির সঙ্গেও তাঁর নাম জড়িত।
সব মিলিয়ে, ডেভিড বেকহ্যামের পথ অনুসরণ করেই বোর্ডরুমে নতুন ইনিংস শুরু করতে চলেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি—যার প্রভাব আগামী দিনে বিশ্ব ফুটবলে নতুন দিশা দেখাতে পারে।