এক মাসের মধ্যে ১৯ লক্ষ ভারতীয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে
মে মাসের মধ্যে প্রায় ১৯ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

গত এক মাসের মধ্যে ১৯ লক্ষ ভারতীয়ের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন তথ্যপ্রযুক্তি আইন বলবৎ করার কারণেই ওই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন আইন মেনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে নর্দেশ দেওয়া হয়েছিল সংস্থার তরফে। সেই মতো নতুন গাইডলাইনও দেওয়া হয়েছিল, কিন্তু তা অধিকাংশ ব্যবহারকারীই তা গ্রাহ্য করেন নি। তার ফলে এই সিদ্ধান্ত নিত বাধ্য হয়েছে ওই সংস্থা।
মে মাসের মধ্যে প্রায় ১৯ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নিয়ম বিরুদ্ধ কাজের জন্যই অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে বলে দাবি করেছেন হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র।