কবে থেকে থেকে বর্ষা শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে?
কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, সকাল ৯.২০: গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী যেন চাতক পাখির মতো বর্ষার অপেক্ষা করছেন। বর্ষা প্রবেশের ফাইনাল দিনক্ষণের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু তার আগে উইকএন্ডও কি কাটবে ভ্যাপসা গরমেই না রয়েছে বৃষ্টির পূর্বাভাস? কী জানাচ্ছে হাওয়া অফিসের স্পেশাল ওয়েদার বুলেটিন?
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। শনিবার ও রবিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনও কোনও জেলায়।
আগামী সোম ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাজের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। রবিবারের মধ্যে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। তার আগে শনি ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং ন্যূনতম ৬১ শতাংশ।