দীপাবলির মুহুরত ট্রেডিংয়ে কোথায় টাকা লাগালে হতে পারে লক্ষ্মীলাভ?

October 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: আগামী মঙ্গলবার ২১শে অক্টোবর ২০২৫, দীপাবলির মুহুরত ট্রেডিংকে কেন্দ্র করে শেয়ারবাজারে উৎসবের আবহ তৈরি হচ্ছে। এই মঙ্গলবার বিশেষ এক ঘণ্টার মুহুরত সেশনে (দুপুর ১:৪৫ থেকে ২:৪৫টা পর্যন্ত) পাঁচটি স্টকের ওপর নজর রাখার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।

প্রতিদিনের ট্রেন্ড ও পারফরম্যান্স দেখে, মুহুরত ট্রেডিংয়ের জন্য পাঁচটি গুরুত্বপুর্ণ স্টক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank), এশিয়ান পেইন্টস (Asian Paints), ভিএ টেক ওয়াবাগ (VA Tech Wabag) এবং টিআইএল ক্রিয়েটিভস (TIL Creatives)।

এইচডিএফসি ব্যাঙ্ক: Q2 ফল ও সাম্প্রতিক আর্থিক আপডেটে ব্যাঙ্কিং সেক্টরের মিশ্র পারফরম্যান্সের মধ্যে বড় ব্যাঙ্কগুলোর স্থিতিশীলতাই বিনিয়োগকারীদের নজরে এসেছে। বড় ব্যাঙ্কের শেয়ার স্বল্পসময়ে লিকুইডিটি ও মূলধনী খেলায় প্রধান ভূমিকা পালন করে।

এশিয়ান পেইন্টস: উৎসব মৌসুমে রঙের চাহিদা ও সম্প্রসারণ পরিকল্পনা, বিশেষ করে আন্তর্জাতিক ব্যবসার সম্প্রসারণ, কোম্পানির আয় বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে।

ভি-এ টেক ওয়াবাগ: অ্যানালিস্টদের দীর্ঘমেয়াদি চিন্তাভাবনায় অন্তর্ভুক্ত হওয়া এই জলশক্তি ও পরিবেশপ্রযুক্তি সংস্থাকে বিশেষ করে ছোট-মধ্যম বিনিয়োগকারীরা নজরে রাখছেন।

টিআইএল ক্রিয়েটিভস: ছোটক্যাপ প্রফাইল হওয়ায় উৎসবের আগে দ্রুত ঊর্ধ্বগতি দেখিয়েছে।

বিশেষ সতর্কতা: মুহুরত মাত্র এক ঘণ্টার জন্য চলবে, তাই সাবধানে ট্রেড করবেন। নিজের ঝুঁকিতে টাকা লাগাবেন। ব্রোকার এবং বিজ্ঞদের পরামর্শ মেনেই টাকা লগ্নি করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen