আগামী বছর কোন দেশে হবে আইপিএল? জেনে নিন

চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। আগামী বছর তিনি হলুদ জার্সিতেই খেলবেন কি না সে বিষয়ে সমর্থকদের কৌতূহল রয়েছে।

November 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত বছর করোনার কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল আইপিএল। চলতি বছর শুরুটা ভারতে হলেও মাঝ পথে প্রতিযোগিতা বন্ধ করে ফের তা শুরু করতে হয় আমিরশাহিতে। কিন্তু আগামী বছর ভারতেই হবে আইপিএল, এমনটাই জানালেন বিসিসিআই সচিব।

চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশে বিসিসিআই সচিব বলেন, ‘‘আমি জানি আপনারা চিপকে চেন্নাই সুপার কিংসের খেলা দেখতে চান। সেই সময় অবশ্য বেশি দূরে নেই। আইপিএল-এর পঞ্চদশ মরসুম ভারতে হবে। নতুন দু’টি দল যোগ দেওয়ায় এ বার টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হতে চলেছে।’’

টুর্নামেন্ট শুরুর আগে নিলামের দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বোর্ড সচিব। তিনি বলেন, ‘‘সামনেই বড় নিলাম রয়েছে। তার পরে প্রতিটি দল কেমন তৈরি হয়, সে দিকে তাকিয়ে আছি। আশা করছি আরও উত্তেজক টুর্নামেন্ট হবে।’’

চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। আগামী বছর তিনি হলুদ জার্সিতেই খেলবেন কি না সে বিষয়ে সমর্থকদের কৌতূহল রয়েছে। একই অনুষ্ঠানে ছিলেন ধোনি। তাঁকে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য জানিয়েছেন, এখনও টুর্নামেন্টের অনেক দেরি রয়েছে। তাই এখনই কোনও সিদ্ধান্ত নেননি তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen