Microsoft: মাইক্রোসফটে ডানা ছাঁটা হল সত্য নাডেলার? কোন দায়িত্ব গেল হাত থেকে?

বুধবার, ১লা অক্টোবর সংস্থার কর্মীদের উদ্দেশে পাঠানো এক ইমেলে সত্য নাডেলা জানান, অলথফ এখন থেকে মাইক্রোসফটের বাণিজ্যিক বিভাগের প্রধান হিসেবে কাজ করবেন। এই নতুন পদে তিনি সংস্থার অপারেশন বা পরিচালনা শাখারও দায়িত্ব নেবেন। একইসঙ্গে, সংস্থার প্রধান বিপণন কর্মকর্তা তাকেশি নুমোতো (Takeshi Numoto) এই নবগঠিত বাণিজ্যিক ইউনিটে যোগ দিচ্ছেন।
নাডেলার বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপের ফলে তিনি নিজে সংস্থার ডেটা সেন্টার সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন পণ্য উন্নয়নের কাজে আরও বেশি সময় দিতে পারবেন।
অলথফ ২০১৩ সালে মাইক্রোসফটে যোগ দেন এবং এর আগে তিনি সংস্থার সহ-সভাপতি ও প্রধান বাণিজ্যিক আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ওরাকল (Oracle) ও ইএমসি (EMC) সংস্থাতেও গুরুত্বপূর্ণ বিভাগের পদে ছিলেন। উল্লেখযোগ্যভাবে, এই পুনর্গঠনটি অলথফের আট সপ্তাহের ছুটি থেকে ফেরার পরপরই ঘোষণা করা হয়েছে।
প্রযুক্তি মহলে মনে করা হচ্ছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে মাইক্রোসফট আরও এক ধাপ এগিয়ে যেতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভবিষ্যতের পথে, যেখানে নেতৃত্বের পুনর্বিন্যাসই হতে পারে সংস্থার আগামী দিনের সাফল্যের ভিত্তি।