দার্জিলিঙে কোন রাস্তা খোলা, কোন রাস্তা বন্ধ- জেনে নিন

টানা ৩৬ ঘণ্টার বৃষ্টিতে দার্জিলিঙের একাধিক রাস্তা বন্ধ।

October 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রবল বৃষ্টি এবং ধসে বিপর্যস্ত পাহাড়। সেখানে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে পাহাড়ের কোন কোন রাস্তা বন্ধ, কোন পথে গেলে পর্যটকরা কম সমস্যায় পড়বেন তা জানাল দার্জিলিং প্রশাসন। পাশাপাশি পর্যটকদের সাহায্যে খোলা হয়েছে কন্ট্রোল রুমও।

টানা ৩৬ ঘণ্টার বৃষ্টিতে দার্জিলিঙের একাধিক রাস্তা বন্ধ। সেই সব এলাকায় চলছে উদ্ধারকাজ। তবে কিছু রাস্তা খোলা রয়েছে। সেই পথে হচ্ছে যান চলাচল। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের সুবিধার্থে ওই তথ্য জানিয়েছেন দার্জিলিঙের জেলাশাসক।

উত্তরবঙ্গে যে রাস্তাগুলি খোলা রয়েছে

১-লেবং- বাদামতাম রোড,
২- শিলিগুড়ি থেকে রোহিনী ও পাঙখাবাড়ি রোড,
৩-সুখিয়াপোখরি থেকে দুধিয়া আয়রন ব্রিজ,
৪-শিলিগুড়ি থেকে সিকিমগামী ব্যক্তিরা পাঙখাবাড়ি রোড দিয়ে যেতে পারবেন,
৫-কিনজালিয়া থেকে বিজনবাড়ি,
৬- লেবং কার্ট প্রভৃতি রাস্তা খোলা রয়েছে।

ধস ও বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্ধ রাস্তার তালিকা

১-লোধমা থানা ও লোধমা বাজার,
২- দার্জিলিং-চংটং রোড,
৩- ৫৫ নম্বর জাতীয় সড়কের মহানদী,
৪- লোধমা ও মানেভঞ্জন রোড,
৫- লেবং কার্ট রোড,
৬- ১০ নম্বর জাতীয় সড়কের ২৯ মাইল,
৭- সুখিয়া পোখরি – দুধিয়া সেতু,
৮- জোড়বাংলো – বিজনবাড়ি,
৯- রিম্বিক – শ্রীখোলা সহ প্রায় ৩৬টি রাস্তা বন্ধ।

এর পাশাপাশি, আমজনতার সহায়তার জন্য কয়েকটি হেলফ লাইন নম্বর চালু করেছে প্রশাসন। কন্ট্রোল রুমের নম্বর দুটি হল ০৩৫৪-২২৫২০৫৭ এবং ৯০৮৩২৭০৪৩৫।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen