এবছর প্রথমবার পিতৃদিবস পালন করলেন কোন কোন তারকা
এবছর প্রথমবার পিতৃদিবস পালন করলেন কোন কোন তারকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: আজ পিতৃদিবস। এইবছর নতুন বাবা হলেন কোন কোন তারকা দেখে নিন।

টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায় সদ্য বাবা হয়েছেন। সপ্তাহখানেক আগেই তাদের কোল আলো করে এসেছে পুত্র সন্তান।

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার কে এল রাহুল সদ্য বাবা হয়েছেন গত মার্চ মাসে। কোল আলো করে এসেছে কন্যা সন্তান ইভারা।

২০২৪ সালের শেষ দিকে আর এক ক্রিকেটার বাবা হয়েছেন, তিনি অক্ষয় প্যাটেল। পুত্র হাক্সের জন্মের পর এটাই তাঁর প্রথম পিতৃদিবস।

বিয়ের ৮ বছর পর ৪৬ বছর বয়সে বাবা হয়েছেন ক্রিকেটার জাহির খান। চলতি বছরেই তাঁর কোলে এসেছে ফতেসিংহ খান।

গত বছর অক্টোবর মাসে বাবা হয়েছেন আর এক ক্রিকেটার সরফরাজ খান। প্রথম টেস্ট সেঞ্চুরির রেকর্ডের পরই তাঁর কোল আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।

অভিনেতা কাঞ্চন মল্লিকের এটি অবশ্য প্রথম পিতৃদিবস নয়, তবে দ্বিতীয়বার কন্যা সন্তানের জন্মের পর মেয়ে কৃষভির সঙ্গে এটা তাঁর প্রথম পিতৃদিবস।