আজ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে কে এগিয়ে? পাকিস্তান না নিউজিল্যান্ড

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই নিউজিল্যান্ড দুর্দান্ত ক্রিকেট খেলেছে।

November 9, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই নিউজিল্যান্ড দুর্দান্ত ক্রিকেট খেলেছে। গতবারের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেগিয়েছিল কিউইরা। কিন্তু এবার শুরুতেই অস্ট্রেলিয়াকে মধুর প্রতিশোধ নিয়েছে কিউইরা। গ্রুপ ১-এর শীর্ষে থেকে তার সেমিফাইনাল উঠেছে।

অন্যদিকে পাকিস্তান প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে হারলেও নিজেদের শেষ তিন ম্যাচে নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা জয়ের পর সেমিফাইনালে উঠেছে গ্রুপ ২-এর দ্বিতীয় দল হিসেবে।

আজ বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় সময় দুপুর ১:৩০ টায় প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু কারা ফেভারিট?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান-নিউজিল্যান্ড অতীতে একে ওপরের মুখোমুখি হয়েছে ২৮টি ম্যাচে। তার মধ্যে ১৭টিতে জিতেছে পাকিস্তান, ১১টিতে নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ৬ ম্যাচে মুখোমুখি হয়। সেই ছয়বারের সাক্ষাতে চারবার জিতেছে পাকিস্তান। দুইবার জিতেছে নিউজিল্যান্ড।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মহম্মদ নাওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিন অ্যালান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, জেমস নিশম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লকি ফর্গুসন, ট্রেন্ট বোল্ট

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen