ডিমির বিদায় ঘণ্টা বাজতেই পরিবর্ত হিসাবে নজরে কারা?

কলকাতা ময়দানে একটি পুরোনো প্রবাদ রয়েছে যে,”ময়দানে কোনও কিছু স্ট্যাটিক নয়”. অঞ্জন মিত্রের এই বলা কথা যেন এখনও ময়দানে অপ্রিয় সত্য।

September 2, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪২: কলকাতা ময়দানে একটি পুরোনো প্রবাদ রয়েছে যে,”ময়দানে কোনও কিছু স্ট্যাটিক নয়”. অঞ্জন মিত্রের এই বলা কথা যেন এখনও ময়দানে অপ্রিয় সত্য। এই যেমন গতকাল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে হঠাৎ করেই দুপুর বেলায় এক বড় ঘোষণা আসে , যে লাল-হলুদের গ্রিক স্ট্রাইকার দিমিত্রি দিয়ামানতাকোসকে ছেড়ে দেওয়া হচ্ছে।এই পোস্ট শুধু লাল-হলুদ সমর্থক দেড় কেবল নয় ভারতীয় ফুটবল প্রেমীদেরকেও অবাক করেছে।

এই গেলো ডুরান্ড ডার্বিতে পরিবর্ত হিসেবে নেমে তাঁর করা জোড়া গোলেই ইস্টবেঙ্গল কলকাতা ডার্বিতে জয় পায়।সেই ম্যাচের পরেই লাল-হলুদ সমর্থকরা আসায় বুক বেঁধেছিল যে সেই পুরোনো ডিমি আবারও ছন্দে ফিরেছে।তবে সেই ধারণা বদলে যায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে। সেমিফাইনাল ডায়মন্ড হারবার এফসির কাছে ২-১ গোলে হারতে হয় ইস্টবেঙ্গলকে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন ডিমি তবুও এই ম্যাচে একটিও গোল করতে পরনেনি তিনি। একাধিক সহজ সুযোগ মিস করেন তিনি।এর ফলে ক্ষোভে ফেটে পরে ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে এত তড়িঘড়ি এই সিদ্ধান্ত আসবে কেউ ভাবেনি। তবে তাঁর বদলি হিসেবে এবার কে আস্তে চলেছে লাল-হলুদে?

ম্যানেজমেন্টের নজরে রয়েছে একাধিক প্লেয়ার । সূত্র মারফত খবর লাতিন আমেরিকার একাধিক সেন্টার ফরোয়ার্ড ইস্টবেঙ্গলের নজরে রয়েছে। এর মধ্যে দুজন লাতিন আমেরিকার প্লেয়ার। একজন আবার নিজের দেশের জাতীয় দলের হয়ে খেলছেন,তাঁর মার্কেটে ভ্যালু বেশ অনেক প্রায় ৩ কোটির বেশি। সকলের বয়স প্রায় ৩০ থেকে ৩০এর নিচে। এখন দেখার বিষয় কাকে নেওয়া হয় ডিমির পরিবর্ত হিসেবে।তবে আইএসএলের ডেট স্থির করার পরেই সিদ্ধান্ত। অন্যদিকে লাল-হলুদের আরও এক বিদেশি তালালকেও ছেড়ে দিতে চাইছে ম্যানেজমেন্ট। সঙ্গে নন্দ কুমারকেও ছেড়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen