আদিবাসী সংস্কৃতি সম্পর্কে ধারণা নেই? মূর্তিতে নয়, কেন বীরসা মুণ্ডার ছবিতে মালা দিতে হল অমিত শাহকে?

বৃহস্পতিবার সকালে দেখা গেল, মালা পড়ল বাঁকুড়ার পোয়াবাগানের ওই মূর্তির নীচে রাখা ছবিতে।

November 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিজেপির নেতাদের ঘোষণা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) মালা দেবেন আদিবাসী নেতা বীরসা মুণ্ডার মূর্তিতে। কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা গেল, মালা পড়ল বাঁকুড়ার (Bankura) পোয়াবাগানের ওই মূর্তির নীচে রাখা ছবিতে।

পুষ্পার্ঘ্য দেওয়া হল মূর্তির পায়ের তলায়। আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহল’-এর নেতা সনগিরি হেমব্রমের জানান যে মূর্তিটা বীরসা মুণ্ডার নয়, জনৈক আদিবাসী শিকারির। জেলা বিজেপি নেতৃত্ব ব্যাপারটা জানতেনই না ।

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক মেনেছেন যে ভুল বোঝাবুঝি হয়েছিল। মূর্তিটি বীরসা মুণ্ডার নয় জানার পর তাঁরা ছবির বন্দোবস্ত করেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়কের উপরে ওই মূর্তিটি বছর পাঁচেক আগে গড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)।

স্থানীয় এবং আদিবাসী সংস্কৃতি সম্পর্কে বাংলার বিজেপির যে ধারণা নেই, তা ফের একবার প্রমাণ হল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen