প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়

করোনা আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনা সংক্রমণ কেটে গেলও ফুসফুসের সমস্যা দেখা দেয়।

July 6, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

প্রয়াত মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় (Krishna Roy)। মঙ্গলবার চেন্নাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এরপর চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয় কৃষ্ণা রায়কে। সেখানেও সমস্ত আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে সমস্ত চেষ্টা বিফল করে মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

করোনা আক্রান্ত হন মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। করোনা সংক্রমণ কেটে গেলও ফুসফুসের সমস্যা দেখা দেয়। অতি সংকটজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁকে একমো সাপোর্টে রাখা হয়।

তাঁকে দেখতে চেন্নাই থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল কলকাতায় এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে এই মুহূর্তে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অন্য কোথাও নিয়ে যাওয়া একেবারেই সম্ভব নয়।

এরপর কিছুটা সুষ্ঠ হলে ফুসফুস প্রতিস্থাপনের জন্য কৃষ্ণা রায়কে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। তবে সমস্ত চেষ্টা ব্যর্থ হল।

খবর পেয়ে মুকুল রায়ের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen