অনন্ত মহারাজের দলবদল কি আসন্ন? রাজ্যসভায় ১৩ থেকে ১৪ হওয়ার পথে তৃণমূল?

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে বেসুরো ছিলেন অনন্ত।

June 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ এখন বিজেপির রাজ্যসভার সাংসদ। তাঁর বাড়িতে মুখ্যমন্ত্রী যেতেই রাজ্য রাজনীতিতে আলোড়নের সৃষ্টি হয়েছে। লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই তৃণমূলের নানান স্তর থেকে শোনা যাচ্ছিল বেশ কয়েকজন বিজেপি সাংসদ দল পাল্টে তৃণমূলে আসতে পারেন। তবে কি অনন্ত মহারাজও সেই খাতায় নাম লেখালেন?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পান, সুপারি দিয়ে রীতি মেনে স্বাগত জানান মহারাজ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁদের মধ্যে রাজনৈতিক কোনও কথা হয়নি। সৌজন্য সাক্ষাৎ হয়েছে। উল্লেখ্য, এরপরেই তিনি বলেন, তিনি গ্রেটার কোচবিহার সংগঠন করেন। বিজেপির কেউ নন। তাঁকে বিজেপির পার্টি অফিসেও দেখা যায় না। তিনি কেবল বিজেপির প্রতীকে রাজ্যসভার সদস্য হয়েছেন মাত্র।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে বেসুরো ছিলেন অনন্ত। তাঁকে বলতে শোনা গিয়েছিল, রাজ্য বিজেপি তাঁকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগ রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি। ভোটের মুখে দলকে অস্বস্তিতে ফেলেছিলেন অনন্ত মহারাজ।

অন্যদিকে, জগদীশ চন্দ্র বসুনিয়া জয়ী হতেই কোচবিহারে বিজেপি ছাড়ার ধুম পড়ে গিয়েছে। একের পর এক পঞ্চায়েত জয় করছে তৃণমূল। নেতা থেকে কর্মী, সমর্থক পদ্ম ছাড়ার রীতিমতো হিড়িক লেগেছে। অনন্ত মহারাজও কি এই হাওয়ায় দল বদলাবেন? রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা এখন ১৩, খুব শীঘ্রই কি সংখ্যাটা ১৪ হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen