সংসদের শীতকালীন অধিবেশনে কি ব্যাঙ্ক বেসরকারিকরণের বিল আনছে মোদীর সরকার?

বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি বিমা সংস্থা বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

October 25, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

বাদল অধিবেশন উত্তপ্ত হয়েছিল বিমা সংস্থা বেসরকারিকরণের লক্ষ্যে মোদী সরকারের আনা সংশোধনী বিল নিয়ে। সংসদে তা পাশও করিয়ে নিয়েছে তারা। এ বার পালা ব্যাঙ্ক বেসরকারিকরণের পথ তৈরির। সূত্রের খবর, সেই জন্যই ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ আইন, ১৯৪৯-এর সংশোধনী আনার কাজ চালাচ্ছে কেন্দ্র। লক্ষ্য, আসন্ন শীতকালীন অধিবেশনেই তা সংসদে পেশ করা। আশা, আগামী মাসের শেষেই শুরু হবে ওই অধিবেশন। বাজেটে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং একটি বিমা সংস্থা বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বিরোধীদের অবশ্য অভিযোগ পেগাসাস, কৃষি আইন-সহ নানা বিষয়ে তুমুল বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই আলোচনা ছাড়া সাধারণ বিমা ব্যবসা (জাতীয়করণ) আইনের সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র। যেখানে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় সরকারের হাতে বাধ্যতামূলক ভাবে অন্তত ৫১% অংশীদারি রাখার শর্তটাই তোলা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এমন ভাবে গোটা ব্যাঙ্কিং ক্ষেত্রকেও বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হবে কি না সেই আশঙ্কা থাকছেই। ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্ত না-বদলালে আগেই লাগাতার ধর্মঘটের হুমকি দিয়েছে কর্মী ইউনিয়নগুলি। ফলে এ নিয়ে শীতে সংসদের ভিতরে-বাইরে যথেষ্ট উত্তাপ ছড়াবে বলেই মনে করছে সকলে। একাংশের দাবি, এটা আঁচ করেই সম্ভবত বাদল অধিবেশন ব্যাঙ্কের বিষয়টি পিছিয়ে দেওয়া হয়। বিমা ও ব্যাঙ্ক দু’টি নিয়ে বিরোধিতার ঝড় একসঙ্গে সামলানোর ঝুঁকি নিতে সাহস পায়নি সরকার।

তবে সংশ্লিষ্ট মহলের মতে, ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে ব্যাঙ্কিং কোম্পানিজ় (অ্যাকুইজ়িশন অ্যান্ড ট্রান্সফার অব আন্ডারটেকিংস) অ্যাক্ট, ১৯৭০ এবং ব্যাঙ্কিং কোম্পানিজ় (অ্যাকুইজ়িশন অ্যান্ড ট্রান্সফার অব আন্ডারটেকিংস) অ্যাক্ট, ১৯৮০-ও পাল্টাতে হবে। এই দুই আইন মারফতই দু’ধাপে ব্যাঙ্ক জাতীয়করণ হয়।

পেনশনে ৭৪% প্রত্যক্ষ বিদেশি লগ্নির দরজা খোলা এবং এনপিএস-কে আরও ভাল ভাবে পরিচালনা করতে তাদের অছি পরিষদকে পিএফআরডিএ-র আওতা থেকে বার করে আনার কথাও ভাবছে কেন্দ্র। জানা যাচ্ছে, একই অধিবেশনে পিএফআরডিএ আইন, ২০১৩-রও সংশোধনী পেশ হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen