তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব ফের পাবেন মুকুল?

আবারও সেই ভূমিকায় তাঁকে ফিরিয়ে আনা হতে পারে বলে তৃণমূলের অন্দরে জোর জল্পনা।

June 14, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূলে দায়িত্ব বাড়ছে মুকুল রায়ের (Mukul Roy)। সূ্ত্রের খবর, পুরোনো পদই ফিরিয়ে দেওয়া হতে পারে মুকুল রায়কে। অর্থাৎ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। এই পদেই তিনি আগে ছিলেন। পরে পদ ও দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। 

এখানেই শেষ নয়, সূত্রের খবর অন্য রাজ্যে সংগঠন বিস্তারের দায়িত্বও মুকুল রায়ের উপর দিতে চলেছে তৃণমূল নেতৃত্ব। সংগঠন বিস্তারে মুকুল রায়ের দক্ষতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২০২৪-এর লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় স্তরের সংগঠন বিস্তারের টার্গেট নিয়েছে রাজ্যের শাসকদল। সেই টার্গেট পূরণে মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। আগেও ত্রিপুরা, অসম, বিহারের মতো রাজ্যে তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন মুকুল রায়। আবারও সেই ভূমিকায় তাঁকে ফিরিয়ে আনা হতে পারে বলে তৃণমূলের অন্দরে জোর জল্পনা।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen