সর্বদল বৈঠকের পর সংসদের অচলাবস্থা কি কাটবে?
তৃণমূলের তরফে কদিন আগে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছিল।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জট কেটে স্বাভাবিক ছন্দে ফিরতে পারে সংসদ, সরকারের ডাকা সর্বদল বৈঠকে এমনই ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে, সরকার ও বিরোধী সব শিবিরই নাকি সংসদে সংবিধান সংক্রান্ত আলোচনায় রাজি হয়েছে।
চলতি শীতকালীন অধিবেশনে এ পর্যন্ত কোনও কাজ হয়নি। কংগ্রেস সংসদে আদানি ইস্যুতে ফি দিন হট্টগোল করছে। তৃণমূলও আদানি ইস্যুতে আলোচনা চায়। অন্য বিরোধীরাও সরব। কংগ্রেসের বক্তব্য, অন্য সব কাজ ফেলে আদানি ইস্যুতে আলোচনা করতে হবে। সোমবার অধিবেশন শুরুর পর কংগ্রেসের সাংসদরা বিক্ষোভ দেখানো শুরু করেন। দুই কক্ষই মুলতুবি করে দিতে হয়।
তৃণমূলের তরফে কদিন আগে অচলাবস্থা কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছিল। তৃণমূলের সাংসদরা লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানকে অনুরোধ করেন, যেকোনও ভাবে সংসদ সচল করা যায়। কংগ্রেস তরফেও সুর নরম করার ইঙ্গিত মিলছিল। সোমবার অচলাবস্থা কাটাতে সর্বদল বৈঠক ডাকেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছে আর বিক্ষোভ নয়, আগামী সপ্তাহে সংবিধান নিয়ে আলোচনায় অংশ নেবে সব দল। লোকসভায় আলোচনা হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। রাজ্যসভায় আলোচনা হবে ১৬ ও ১৭ ডিসেম্বর। অচলাবস্থা কাটবে কি-না তা স্পষ্ট নয়।
সূত্রের খবর, সংবিধান নিয়ে আলোচনার পাশাপাশি উত্তরপ্রদেশের সম্ভল, বাংলাদেশ, মণিপুরের মতো ইস্যু উঠতে পারে আলোচনায়।