World Championships 2025:ভারতের ১৯ সদস্যের দল ঘোষণা,নেতৃত্ব দেবেন নীরজ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:৩০: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ এবার বসছে জাপানের টোকিওতে। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এবারের আসরে ভারত মোট ১৯ জন অ্যাথলেট নিয়ে নামছে, যারা ১৫টি ভিন্ন ইভেন্টে অংশ নেবেন। দেশের সেরা জ্যাভলিন থ্রো তারকা ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া নেতৃত্ব দেবেন ভারতীয় শিবিরকে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী থাকবেন পাকিস্তানের আর্শাদ নাদিম। বিশেষত্ব হলো, এই প্রথমবারের মতো চারজন পুরুষ জ্যাভলিন থ্রোয়ার একসঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করবেন নীরজ চোপড়া, সাচিন যাদব, যশবীর সিং এবং রোহিত যাদব।
এছাড়াও নজর থাকবে মুরলী শ্রীশঙ্কর-এর দিকে, যিনি চোট কাটিয়ে লং জাম্পে ফিরছেন। ২০০ মিটার স্প্রিন্টে ইতিহাস তৈরি করেছেন অনিমেষ কুজুর, তিনিই প্রথম ভারতীয় পুরুষ স্প্রিন্টার যিনি এই ইভেন্টে যোগ্যতা অর্জন করেছেন। ১১০ মিটার হার্ডলসে অভিষেক হচ্ছে তেজাস শিরসে-এর। পুরুষদের ২০ কিমি রেসওয়াকে থাকছেন রাম বাবু, সন্দীপ কুমার এবং সারভিন সেবাস্টিয়ান। এছাড়া গুলবীর সিং ৫০০০ মিটার এবং ১০,০০০ মিটার—দুই ইভেন্টেই অংশ নেবেন।
মহিলা বিভাগে অন্নু রাণী ফিরছেন জ্যাভলিন থ্রোতে। পারুল চৌধুরী এবং অঙ্কিতা ধ্যায়নী খেলবেন ৩০০০ মিটার স্টিপলচেজে। ৩৫ কিমি রেসওয়াকে থাকবেন প্রিয়াঙ্কা গোস্বামী, এবং পূজা প্রতিদ্বন্দ্বিতা করবেন ৮০০ মিটার এবং ১৫০০ মিটার দৌড়ে।
কবে এবং কোথায় দেখবেন?
১৩ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ভারতের দর্শকরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন জিওহটস্টার-এ, আর টিভি সম্প্রচার হবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং ২-এ।
এক নজরে দেখেনিন ভারতের গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলোর সূচি
১৩ সেপ্টেম্বর (প্রথম দিন)
০৪:৩০ IST: পুরুষ ও মহিলাদের ৩৫ কিমি রেস ওয়াক ফাইনাল
১৬:২০ IST: মহিলাদের ১৫০০ মিটার হিটস
১৪ সেপ্টেম্বর (দ্বিতীয় দিন)
১৫:১০ IST: পুরুষদের হাই জাম্প কোয়ালিফিকেশন
১৭:৩৫ IST: মহিলাদের ১৫০০ মিটার সেমি-ফাইনাল
১৮:০০ IST: পুরুষদের ১০,০০০ মিটার ফাইনাল
১৫ সেপ্টেম্বর (তৃতীয় দিন)
০৫:৪৫ IST: মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ হিটস
১৬:১০ IST: পুরুষদের লং জাম্প কোয়ালিফিকেশন
১৬:৫০ IST: পুরুষদের ১১০ মিটার হার্ডলস হিটস
১৬ সেপ্টেম্বর (চতুর্থ দিন)
১৭:০৫ IST: পুরুষদের হাই জাম্প ফাইনাল
১৭:১০ IST: পুরুষদের ১১০ মিটার হার্ডলস সেমি-ফাইনাল
১৮:৩৫ IST: মহিলাদের ১৫০০ মিটার ফাইনাল
১৮:৫০ IST: পুরুষদের ১১০ মিটার হার্ডলস ফাইনাল
১৭ সেপ্টেম্বর (পঞ্চম দিন)
১৫:৩৫ IST: পুরুষদের ট্রিপল জাম্প কোয়ালিফিকেশন
১৫:৪০ IST: পুরুষদের জ্যাভলিন থ্রো কোয়ালিফিকেশন (গ্রুপ A)
১৬:৪৫ IST: পুরুষদের ২০০ মিটার হিটস
১৭:১৫ IST: পুরুষদের জ্যাভলিন থ্রো কোয়ালিফিকেশন (গ্রুপ B)
১৭:২০ IST: পুরুষদের লং জাম্প ফাইনাল
১৮:২৭ IST: মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ ফাইনাল
১৮ সেপ্টেম্বর (ষষ্ঠ দিন)
১৫:৫৩ IST: পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনাল
১৬:২৫ IST: মহিলাদের ৮০০ মিটার হিটস
১৭:৩২ IST: পুরুষদের ২০০ মিটার সেমি-ফাইনাল
১৮:১৫ IST: পুরুষদের ৮০০ মিটার সেমি-ফাইনাল
১৯ সেপ্টেম্বর (সপ্তম দিন)
১৬:৩৫ IST: পুরুষদের ৫০০০ মিটার হিটস
১৭:১৫ IST: মহিলাদের ৮০০ মিটার সেমি-ফাইনাল
১৭:২০ IST: পুরুষদের ট্রিপল জাম্প ফাইনাল
১৮:৩৬ IST: পুরুষদের ২০০ মিটার ফাইনাল
২০ সেপ্টেম্বর (অষ্টম দিন)
০৪:০০ IST: মহিলাদের ২০ কিমি রেস ওয়াক ফাইনাল
০৬:২০ IST: পুরুষদের ২০ কিমি রেস ওয়াক ফাইনাল
১৭:৩৫ IST: মহিলাদের জ্যাভলিন থ্রো ফাইনাল
১৭:৫৯ IST: মহিলাদের ৫০০০ মিটার ফাইনাল
১৮:৫২ IST: পুরুষদের ৮০০ মিটার ফাইনাল
২১ সেপ্টেম্বর (নবম দিন)
১৬:০৫ IST: মহিলাদের ৮০০ মিটার ফাইনাল
১৬:২০ IST:** পুরুষদের ৫০০০ মিটার ফাইনাল