#WorldCup2022 ফাইনালের আগে জল্পনার অবসান ঘটালেন মেসি, কী বললেন তিনি?

এদিকে সেমি ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হালকা আঘাত লেগেছিল মেসির। এরপর একদিন অনুশীলনেও দেখা যায়নি তাঁকে।

December 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রবিবার, ১৮ ডিসেম্বর ফ্রান্সের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ২০১৪ সালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। আরও একবার শিরোপা থেকে নিঃশ্বাস দূরত্বে আর্জেন্টিনার অধিনায়ক।

এদিকে সেমি ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হালকা আঘাত লেগেছিল মেসির। এরপর একদিন অনুশীলনেও দেখা যায়নি তাঁকে। তারপরই জল্পনা ছড়ায় তবে কি ফাইনালে দেখা যাবে না ফুটবল জাদুকরকে?

সব জল্পনার অবসান ঘটালেন মেসি নিজেই। আজ শনিবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট করেন আর্জেন্টাইন সুপারস্টার। ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আই এম রেডি, লেটস গো আর্জেন্টিনা’ বা ‘ফাইনালের জন্য আমি তৈরি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’।

ফিনিক্স পাখির মতো শেষ বিশ্বকাপটাও আর্জেন্টাইন নায়কের শিরোপায় রঙিন হয়ে উঠুক, এমনটাই আশা করছে নীল-সাদা সমর্থকরা। তবে শেষ হাসি কে হাসবেন? তা জানতে হলে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen