৪ জুলাই অনুষ্ঠিত হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন, ঘোষণা IOA-এর

কুস্তি ফেডারেশনের নির্বাচনের দিন ঘোষণা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের

June 12, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৪ জুলাই হবে জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। ঘোষণা করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থার তরফে জানানো হয়েছে, সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে একজন অ্যাসিসট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্য স্টাফদেরও নিয়োগ করা যেতে পারে। ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মহেশ মিত্তল কুমারকে।

ফেডারেশনের বর্তমান সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে কুস্তিগির দের আন্দোলন সত্ত্বেও তাঁকে পদ থেকে সরানো হয়নি। উপরন্তু তাঁর ছেলেকেও ফেডারেশনের সদস্য হিসেবে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন মহিলা কুস্তিগিররা। তবুও তাঁরা চাইছেন এই নির্বাচনের মাধ্যমে সভাপতির পদে একজন মহিলা নির্বাচিত হোক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen