Air India Crash: বিমান দুর্ঘটনায় মৃত ব্রিটিশ নাগরিকের পরিবারকে ভুল দেহ পাঠানোর অভিযোগ

July 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Wrong body has been sent to the family of British man killed in plane crash
Wrong body has been sent to the family of British man killed in Air India plane crash

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো এক ব্রিটিশ নাগরিকের পরিবারকে ভুল দেহ পাঠানো হয়েছে বলে দাবি উঠেছে। ডেলি মেলের (DailyMail) একটি প্রতিবেদন অনুযায়ী, এই চাঞ্চল্যকর ঘটনায় মৃত ব্যক্তির শেষকৃত্য (funeral) মাঝপথেই বন্ধ করতে হয়, কারণ কফিনের (coffin) ভেতরে থাকা মৃতদেহটি ছিল সম্পূর্ণ ভিন্ন একজনের।

এই ঘটনায় শোকস্তব্ধ পরিবারগুলি আরও ভেঙে পড়েছে বলে জানিয়েছেন জেমস হিলি-প্র্যাট (James Healy-Pratt), যিনি কয়েকটি শোকাহত ব্রিটিশ পরিবারের আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি জানিয়েছেন, “মৃতদেহ নিয়ে এমন অব্যবস্থাপনা গভীরভাবে আঘাত করেছে প্রিয়জন হারানো পরিবারগুলিকে।”

একটি অন্য ঘটনায়, দু’টি মৃতদেহ একসঙ্গে একটি কফিনে পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। শেষমেশ দেহ দু’টি আলাদা করা হয় শেষকৃত্যের আগে।

গত ১২ই জুন এয়ার ইন্ডিয়ার AI171 নম্বর ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক (London Gatwick) এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় এবং উড়ানের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় বিমানের ২৪২জন যাত্রীর মধ্যে ২৪১জন এবং মাটিতে থাকা আরও ১৯জন প্রাণ হারান। মৃতদের মধ্যে ৫২জন ছিলেন ব্রিটিশ নাগরিক।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর শুধু প্রাণহানিই নয়, মৃতদেহ হস্তান্তরের ক্ষেত্রে এই ধরণের অমানবিক ভুলের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আরও গভীর শোক ও দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen