শাওমি বাজারে আনলো রেডমি নোট ৯ প্রো ম্যাক্স, জেনে নিন ফিচার

ভারতে নতুন স্মার্ট ফোন লঞ্চ করল শাওমি। রেডমি নোট ৯ প্রো ম্যাক্স।

March 29, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

ভারতে নতুন স্মার্ট ফোন লঞ্চ করল শাওমি। রেডমি নোট ৯ প্রো ম্যাক্স।এর আগে রেডমি নোট ৯ সিরিজের রেডমি নোট ৯ এবং রেডমি নোট ৯ প্রো লঞ্চ করেছে কোম্পানি। এই ফোনটি তারই আপডেটেড ভারসান।

এক নজরে দেখে নেওয়া যাক এই রেডমি নোট ৯ প্রো ম্যাক্সের ফিচারগুলি:

  • ডিসপ্লে: ৬.৬ ইঞ্চি ফুল এইচডি
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৭২০ জি
  • অপারেটিং সফ্টওয়ার: অ্যান্ড্রয়েড ১০ ও এমআইইউআই ১১
  • রিয়ার ক্যামেরা: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা  + ৮ মেগা পিক্সেল  + ৫ মেগাপিক্সেল ম্যাক্রোক্যামেরা। এছাড়াও ২ মেগাপিক্সেলের সেনসর।
  • ফ্রন্ট ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • মডেল: অরা ব্লু, গ্লেশিয়ার হোয়াইট এবং ইন্টারস্টেলার ব্ল্যাক
  • ব্যাটারি: ৫০২০ এমএএইচ ব্যাটারি
  •  র‍্যাম : ৬ জিবি, ৮ জিবি
  • স্টোরেজ: ৬৪ জিবি, ১২৮ জিবি

দাম

  • ৬ জিবি+৬৪ জিবি  মডেলের রেডমি নোট ৯ প্রো ম্যাক্সের দাম ১৪,৯৯৯ টাকা।
  • ৬ জিবি+১২৮ জিবি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা।
  • এছাড়াও ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা।

রেডমির সব এই ফোনটিরই ডিস্প্লে স্ক্রীন সব থেকে বড়।এই ফোনের ব্যাটারি ২০ দিনের স্ট্যান্ডবাই বলে জানিয়েছে সংস্থা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen