লর্ডসের মাঠের অংশ এখন আপনার ঘরে, ইতিহাসের অংশ হতে পারেন আপনিও!
এবার বিশ্ব ক্রিকেটের তীর্থক্ষেত্র লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের (Lords Cricket Ground) এক টুকরো ঘাস এবার চলে আসতে পারে আপনার নিজের ঘরে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০৬: আমাদের পৃথিবীতে ঐতিহাসিক জিনিসের সংখ্যা কম নয়। এমন অনেক জায়গা রয়েছে যার সঙ্গে ইতিহাসের ছোয়া লেগে রয়েছে এখনও পরতে পরতে। ক্রিকেট মাঠও এর ব্যতিক্রম নয়। এই যেমন ক্রিকেট ইতিহাসের অন্যতম ঐতিহাসিক মাঠ ইংল্যান্ডের ‘লর্ডস স্টেডিয়াম’, বহু যুদ্ধের সাক্ষী এই ক্রিকেটের যুদ্ধ ক্ষেত্র।
এবার বিশ্ব ক্রিকেটের তীর্থক্ষেত্র লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের (Lords Cricket Ground) এক টুকরো ঘাস এবার চলে আসতে পারে আপনার নিজের ঘরে। মর্যাদাপূর্ণ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (MCC), যারা এই ঐতিহাসিক মাঠের মালিক ও পরিচালনায় রয়েছে, তারা তহবিল সংগ্রহের বিশেষ উদ্যোগ নিয়েছে। ক্লাবের সদস্য ও সাধারণ দর্শক — সবাইকে দেওয়া হচ্ছে মাঠের আসল টার্ফের মালিক হওয়ার সুযোগ।
৬ আগস্ট বুধবার সকালে MCC তাদের সদস্যদের ই-মেইলে জানায়, ১.২ মিটার বাই ০.৬ মিটার আকারের ঘাসের টুকরো মাত্র ৫০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫,০০০ টাকা) মূল্যে বিক্রি হবে। ২৫ হাজার সদস্যের জন্য এই প্রস্তাব থাকলেও, এটি সাধারণ মানুষও নিতে পারবেন। বিক্রির ১০ শতাংশ অর্থ যাবে MCC ফাউন্ডেশনে, আর বাকি অর্থ ব্যয় হবে লর্ডসের কাঠামো ও ক্রিকেট সুবিধা উন্নয়নে।
এ বছর লর্ডসে বড় ধরনের সংস্কার কাজ হচ্ছে। সেপ্টেম্বর মাসে মাঠের চারপাশের পুরোনো ঘাস তুলে নতুন করে বীজ বপন করা হবে। প্রায় ১৫ মিলিমিটার উপরের স্তর কেটে ফেলে নতুন টার্ফ বসানো হবে। মাঠকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবকরাও এই কাজে অংশ নেবেন। সাম্প্রতিক সময়ে আউটফিল্ডের মান নিয়ে খেলোয়াড়রা অসন্তোষ প্রকাশ করেছিলেন—কিছুক্ষেত্রে বল থেমে আসা বা খেলোয়াড়দের গা মাটিতে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০০২ সালে মাঠে এই ধরনের বড় সংস্কার হয়েছিল।
লর্ডসের হেড গ্রাউন্ডসম্যান কার্ল ম্যাকডারমট জানিয়েছেন, এখন আর পুরোনো দিনের মতো তিন বছরের জন্য অব্যবহৃত কোনো পিচ আলাদা করে রাখার সুযোগ নেই। ক্রিকেটের ব্যস্ত সূচি—‘দ্য হান্ড্রেড’, মহিলা ক্রিকেটের বৃদ্ধি, আর আন্তর্জাতিক ম্যাচ—সব মিলিয়ে মাঠ সবসময় ব্যবহৃত হচ্ছে। ভবিষ্যতে লর্ডসে ড্রপ-ইন পিচ ব্যবহারের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
লর্ডস সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। যেমন, অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে চোটগ্রস্ত শোয়েব বশিরের হাতে ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজের নাটকীয় আউট। আরও কত কি।
এবার, আপনি চাইলে সেই ক্রিকেট ইতিহাসের যুদ্ধক্ষেত্রের অংশ নিজের বাড়িতে তুলে আনতে পারেন।