বাংলার স্টুডেন্ট কার্ডের ধাঁচে গোয়ায় যুবশক্তি কার্ড ঘোষণা তৃণমূলের

ক্ষমতায় আসতে গোয়ার মহিলা ও যুবদের আরও কাছে পৌঁছতে চাইছে জোড়াফুল শিবির।

January 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

 বাংলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ঋণ পেতে পারেন পড়ুয়ারা। সেই পথে হেঁটে এবার ভোটে জিতলে গোয়ার যুবকদের জন্য ‘যুবশক্তি কার্ড’-চালুর ঘোষণা করল তৃণমূল কংগ্রেস এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। এর আগে গোয়ায় ‘গৃহ লক্ষ্মী কার্ড’ চালু করেছে তৃণমূল। যেখানে মহিলাদের আরও এগিয়ে আনার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর যুবক-যুবতীদের পাশে থাকতে তৃণমূলের নতুন পদক্ষেপ। এখানেই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেছেন, ‘গোয়ার মানুষের সার্বিক উন্নয়নই লক্ষ্য তৃণমূলের। মহিলা, যুবকরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, তারজন্য সর্বতোভাবে পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।’


গোয়ায় তৃণমূল কংগ্রেস ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট ক্ষমতায় এলে ১৮ থেকে ৪৫ বছর বয়সিরা ২০ লক্ষ টাকা পর্যন্ত মাত্র চার শতাংশ সুদে যুবশক্তি কার্ড পাবেন। যার গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। রবিবার এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন গোয়ার তৃণমূল কংগ্রেস নেতা কিরণ কান্দোলকর। তিনি বলেন, ‘রাজ্যে ১৮-৪৫ বছর বয়সিদের সংখ্যা সাড়ে সাত লক্ষ। তাঁদের অনেকেই অর্থের অভাবে উচ্চশিক্ষার সুযোগ পান না। অনেক সময় সম্পত্তি বন্ধক রেখে ছেলেমেয়েদের পড়াশোনা করাতে বাধ্য হন অভিভাবকরা। তাঁদের হাতে এই কার্ড থাকলে অন্য কোনও গ্যারান্টার লাগবে না। বিনা শর্তে তাঁরা ঋণ পাবেন। গ্যারান্টার থাকবে সরকার।’


চলতি বছরেই গোয়ায় বিধানসভা নির্বাচন। গত বছর থেকেই রাজ্যে সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ইতিমধ্যে গোয়া সফর করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দিন তৃণমূলের একাধিক কর্মসূচি রয়েছে গোয়ায়। বাংলায় মহিলা ও যুব সমাজের বড় অংশের ভোট গিয়েছে তৃণমূলের বাক্সে। তেমনই ক্ষমতায় আসতে গোয়ার মহিলা ও যুবদের আরও কাছে পৌঁছতে চাইছে জোড়াফুল শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen