শব্দদানব ঠেকাতে শহরজুড়ে বিশেষ অভিযান পুলিশের, ধর্মতলায় প্রচুর নিষিদ্ধ বাজি-সহ আটক ১

October 18, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২০: শনিবার সাতসকালে ধর্মতলা থেকে নিষিদ্ধ বাজি-সহ গ্রেপ্তার তরুণ। কালীপুজো–দীপাবলির উৎসবের আগেই শব্দদানব ঠেকাতে কলকাতা পুলিশের তৎপরতা শুরু হয়েছে। এদিন বিশেষ অভিযান চালিয়ে গুন্ডা দমন শাখা (পুলিশের বিশেষ টিম) প্রচুর নিষিদ্ধ বাজি আটক করেছে। তদন্তকারীরা জেনেছেন এই বিপুল বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল।

জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ জিশান। বয়স ২৩ বছর। তিনি তোপসিয়া থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রের খবর পেয়ে ধর্মতলা বাস টার্মিনাসের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়। তা খুলতেই দেখা যায় তাতে রয়েছে নিষিদ্ধ বাজি। পঁচিশটি কাগজের কার্টনে বিভিন্ন ধরণের নিষিদ্ধ বাজি যেমন কালী পটাকা, চকলেট বোম ইত্যাদি ছিল। তারপরই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্মতলায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাজি বাজার। মোট ৩৭টি স্টল চালু হয়েছে, যা বড়বাজার ফায়ারওয়ার্ক্স ডিলারস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ২১ অক্টোবর পর্যন্ত চলবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিস, বিশেষ নজরদারি চলবে যাতে গ্রিন বাজি ছাড়া অন্যান্য বাজি কেউ কিনতে বা ব্যবহার করতে না পারে। কলকাতার সিপি মনোজ ভার্মা আগে থেকেই সতর্ক করেছিলেন—“গ্রিন বাজি অনুমোদিত, বাকি বাজি নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen