নাবালিকার বিয়ে রুখতে সচেতনতার বার্তা কাঁথির দেশপ্রাণ ব্লকের পুজো মণ্ডপে ‘দিলে শিক্ষা নিলে যত্ন, কন্যা হবে কন্যারত্ন’। এটাই এবার কাঁথির দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর বাজারের স্বদেশভূমি ক্লাবের ১৪তম বর্ষের পুজোর থিম। মণ্ডপে বিয়েবাড়ির চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে।