এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ, আদালত অবমাননার মামলা করার অনুমতি হাইকোর্টের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও বাংলায় এখনও চালু হয়নি কেন্দ্রীয় ১০০ দিনের কাজ প্রকল্প (100 days of work) । কেন্দ্রীয় অর্থ বরাদ্দ না হওয়ায় রাজ্যে প্রকল্প কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে খেতমজুর সংগঠন আদালতের দ্বারস্থ হয়। সোমবার মামলার শুনানিতে আবেদনকারীদের দাবি মেনে আদালত অবমাননার মামলা (contempt of court case) করার পথ খোলা রাখল হাইকোর্ট। শুনানিতে সংগঠনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, আদালতের নির্দেশ দেওয়ার পরও রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প কার্যকর করা হয়নি।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এ প্রসঙ্গে পর্যবেক্ষণ করেন, “তাহলে আদালত অবমাননার মামলা করুন।” আদালত সূত্রে খবর, তিন সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হতে পারে।
২০২১ সালের বিধানসভা ভোটের ফল প্রকাশের (WB Legislative Assembly Election Results) পর থেকেই বাংলায় বন্ধ রয়েছে একশ দিনের কাজ। তৃণমূলের অভিযোগ, ভোটে পরাজয়ের প্রতিশোধ নিতে কেন্দ্র টাকা আটকে রেখেছে। এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা গড়ায়। ওই মামলাতেই গত মাসে হাইকোর্ট দ্রুত ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত। এখন নজর আসন্ন শুনানিতে আদালতের পরবর্তী নির্দেশে।