100 days Work: বাংলার বকেয়া টাকা দিতেই হবে মোদী সরকারকে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

October 27, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:৩২: ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম ধাক্কা খেল মোদী সরকার (Modi Govt)। এদিন শুনানি শেষে ১০০ দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের নির্দেশ মতো বাংলায় ফের একবার শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ। যা রাজ্যের জন্য বড়সড় স্বস্তির খবর।

গত তিনবছর ধরেই মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম প্রকল্পের অধীনে দিনমজুরির কাজের অর্থ পাচ্ছে না বাংলা। এই নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) একাধিকবার সোচ্চার হয়েছে। শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগে বহু প্রতিবাদ করেছে তৃণমূল। এমনকী দিল্লির দরবারে গিয়েও দাবি পেশ করেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু জনমুখী প্রকল্প চালু রাখার স্বার্থে তৃণমূলের যাবতীয় প্রচেষ্টা কার্যত ব্যর্থ করেছে কেন্দ্রের একগুঁয়েমি।

এই রায়ের পর রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থীভাবে ১০০ দিনের কাজের (100 day work) প্রকল্পের অর্থ আটকে রেখেছিল। কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই এই বিষয়ে রায় দিয়েছিল, যা কেন্দ্র চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। তবে সুপ্রিম কোর্টে মাত্র কয়েক মুহূর্তের শুনানিতেই কেন্দ্রের আবেদন খারিজ হয়ে যায়। তাঁর মতে, এই রায় সাধারণ মানুষকে স্পষ্ট করে দেখিয়ে দিল, কারা তাদের প্রাপ্য অর্থ আটকে রেখেছিল।

যদিও কেন্দ্রের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। দীর্ঘ শুনানিতে ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এনিয়ে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছিল, তাতে যথেষ্ট ভর্ৎসনা করেই হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, আমজনতার কর্মসংস্থানে (Employment) অগ্রাধিকার দিতে হবে। শুধু তাই নয়, আগস্ট থেকেই ১০০ দিনের কাজ চালু করতে হবে বলে নির্দেশে জানায় হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।

আজ বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে কেন্দ্রের আবেদন খারিজ করে ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখে।

এই রায়কে বাংলার ‘ইতিহাসিক জয়’ বলে উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, সুপ্রীম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করে হাইকোর্টের নির্দেশ বজায় রেখেছে, বাংলায় MGNREGA ফের চালু হবে। এটা বাংলার মানুষের ইতিহাসিক জয়: দিল্লির ঔদ্ধত্য ও অর্থনৈতিক অবরোধকে জনগণ প্রত্যাখ্যান করেছে। আমরা প্রতিজ্ঞা করেছিলাম- প্রতিটি মজুরি, প্রতিটি কর্মীর পক্ষে লড়াই চালাবো। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জয় বাংলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen