100 Days Work: বকেয়া আদায়ে সংসদের অধিবেশনের সময়েই দিল্লি অভিযানের ডাক অভিষেকের

November 24, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে ফের দিল্লি অভিযানের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার ভার্চুয়াল বৈঠকে তিনি ঘোষণা করেন, খুব শীঘ্রই পার্লামেন্টের চলতি অধিবেশনের (Parliament Winter Session) সময়েই বৃহত্তর আন্দোলন হবে রাজধানীতে।

অভিষেক বলেন, “আসন্ন দিনে আমরা দিল্লিতে এক বিশাল আন্দোলনের নেতৃত্ব দেব। সংসদের সেশন চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে দুটি প্রতিনিধিদল কেন্দ্রীয় দপ্তরে যাবে, একটি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকে, অন্যটি জল জীবন মিশন মন্ত্রকে। দেখে নিতে চাই, কীভাবে বিজেপি বা দিল্লি পুলিশ সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই থামাতে পারে।”

তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মনরেগার (NREGA) বরাদ্দ এখনও ছাড়েনি কেন্দ্র। অভিষেকের বক্তব্য, “বিজেপি শাসিত সরকার বাংলার মানুষের সঙ্গে বৈষম্য করছে। বিশেষ করে ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে তাঁরা গরিব শ্রমিকদের জীবনে চরম অসুবিধা তৈরি করেছে।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2021) পর থেকেই মনরেগা, গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং জল জীবন মিশনের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পে তহবিল আটকে রাখার অভিযোগ তুলছে রাজ্যের শাসকদল। অতীতে দিল্লিতে অবস্থান বিক্ষোভও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ফের বৃহত্তর আন্দোলনের মাধ্যমে কেন্দ্রকে চাপের মুখে ফেলতে চাইছে তৃণমূল (TMC)।

দলের ভেতর থেকে খবর, আন্দোলনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। জেলার নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে রূপরেখা ঠিক করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, বিধানসভা ভোটের আগে তৃণমূল (TMC) আবারও বকেয়া টাকার ইস্যুকে সামনে এনে চাপ বাড়ানোর কৌশল নিচ্ছে। তবে তৃণমূলের দাবি, এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, বরং রাজ্যের অধিকার ও শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ের লড়াই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen