100 Days Work: ‘বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের পরাজয়’, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিক্রিয়া অভিষেকের

October 27, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৩২: তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ফের বাংলায় চালু হতে চলেছে ১০০ দিনের কাজের প্রকল্প (MGNREGA)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ বহাল রেখে সোমবার সেই প্রকল্প চালু রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রের করা আবেদন খারিজ হয়ে যাওয়ায় কার্যত বাংলার পক্ষে বড় জয় বলেই মনে করছে রাজ্য সরকার (State Govt)।

এই রায়ের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক্স (X) পোস্টে লেখেন, “সুপ্রিম কোর্ট আজ কেন্দ্র সরকারের সেই আবেদনটি খারিজ করেছে, যা বাংলায় MGNREGA পুনরায় চালু করার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল। এটি বাংলার জনগণের জন্য একটি ঐতিহাসিক জয় , যারা দিল্লির ঔদ্ধত্য ও অন্যায়ের সামনে মাথা নত করেনি।”

তিনি আরও লেখেন, “যখন রাজনৈতিকভাবে হারাতে পারেনি, তখন বিজেপি বঞ্চনাকে অস্ত্র করেছিল। তারা বাংলার ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে দরিদ্রদের মজুরি কেড়ে নিয়েছে এবং ‘মা, মাটি, মানুষ’-এর পাশে দাঁড়ানোর জন্য মানুষকে শাস্তি দিয়েছে। কিন্তু বাংলা হেলে পড়ে না। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম- প্রতিটি টাকার, প্রতিটি পরিশ্রমিকের, প্রতিটি নীরব কণ্ঠের ন্যায় আমরা ফিরিয়ে আনব। আজ সেই প্রতিশ্রুতিরই জয় হল।”

বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করে অভিষেকের মন্তব্য, “আজকের রায় তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক এক থাপ্পড়, যারা বিশ্বাস করেছিল বাংলা টালবাহানা করা, ধমক দিয়ে চুপ করানো বা চেপে রাখা যাবে। বিজেপির ঔদ্ধত্যের হিসেব এখন চুকানো হয়েছে। তারা দায়িত্ববোধ ছাড়া ক্ষমতা চাইছিল, বাংলার কাছ থেকে নিয়ে কিন্তু ফেরত দিতে অস্বীকার করছিল। কিন্তু এখন তারা জনগণের ভোটে এবং সুপ্রিম কোর্টে পরাজিত হয়েছে।”

বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের আবেদনের শুনানিতে জানান, “আপনারা নিজেরাই আবেদন তুলে নেবেন, না কি আমরা তা খারিজ করে দেব?” শেষ পর্যন্ত মামলাটি খারিজ করে দেন আদালত।এর ফলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আগের নির্দেশই বহাল থাকল। এখন রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে আটকে থাকা অর্থ ছাড়তে বাধ্য হবে কেন্দ্র। তিন বছরেরও বেশি সময় পর আবারও রাজ্যে শুরু হতে চলেছে এই কর্মসংস্থান প্রকল্প।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ (100 Days Work) প্রকল্প ২০২১ সাল থেকে বন্ধ রয়েছে। তৃণমূল সরকারের অভিযোগ, কেন্দ্র ইচ্ছাকৃতভাবে অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে। অন্যদিকে কেন্দ্রের দাবি, প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, ভুয়ো অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং প্রকৃত শ্রমিকরা বঞ্চিত হয়েছেন।

গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়ে বলেছিল, “দুর্নীতির অভিযোগগুলি পুরনো। তদন্ত চলুক, কিন্তু কাজ বন্ধ রাখার কারণ নেই।” সেই রায়ের বিরুদ্ধেই কেন্দ্র সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সোমবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখায়, পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের প্রকল্পে নিযুক্ত শ্রমিকদের প্রাপ্য অর্থ পাওয়ার পথে আর কোনও আইনি বাধা রইল না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen