জগজিৎসিং দাল্লেওয়ালের সঙ্গেই আমরণ অনশন শুরু ১১১ জন কৃষকের, আরও চাপে মোদী সরকার?

এবার আরও চাপ মোদী সরকার!

January 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
জগজিৎসিং দাল্লেওয়ালের সঙ্গেই আমরণ অনশন শুরু ১১১ জন কৃষকের

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার আরও চাপ মোদী সরকার! কৃষক নেতা জগজিৎসিং দাল্লেওয়ালের সঙ্গেই বুধবার থেকে আমরণ অনশন শুরু করলেন আরও ১১১ জন আন্দোলনকারী কৃষক। পঞ্জাব-হরিয়ানা সীমান্ত এলাকা খানাউরিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তাঁরা। বিগত ৫১ দিন ধরে সেখানেই অনশন করছেন দাল্লেওয়াল। তাঁদের দাবি, বছর তিনেক আগে মোদী সরকারের দেওয়া লিখিত প্রতিশ্রুতি অবিলম্বে পূরণ করতে হবে। আইনের আওতায় আনতে হবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে।

পঞ্জাব, হরিয়ানার দুই সীমান্ত এলাকা, শম্ভু এবং খানাউরিতে গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে অবস্থান আন্দোলন করছেন কৃষকরা। কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে ঘিরে ইতিমধ্যেই তিন দফায় উত্তপ্ত হয়েছে সীমান্ত এলাকা। দাবি না-মেটা পর্যন্ত লাগাতার অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা, এমনই খবর। বুধবার নতুন করে ১১১ জন কৃষক অনশন শুরু করায় তাই প্রবল চাপে পড়েছে বিজেপি সরকার। সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির অভিযোগ, অনশনরত আন্দোলনকারীরা মৃত্যুর দিকে এগিয়ে চললেও মোদী সরকারের কোনও হেলদোল নেই।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চেয়ে কেন্দ্রের পক্ষ থেকে এখনও কোনও প্রস্তাব পাঠানো হয়নি। পঞ্জাব, হরিয়ানা সীমানা এলাকার কৃষক আন্দোলনের একাধিকবার হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। বুধবার পঞ্জাব সরকারকে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে, অবিলম্বে অনশনরত কৃষক নেতা জগজিৎসিং দাল্লেওয়ালের শারীরিক পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে হবে। দিল্লি এইমসের অধিকর্তার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতিনিধি দল গঠন করতে বলা হয়েছে। খানাউরি সীমানায় গিয়ে দাল্লেওয়ালের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং সেইমতো রিপোর্ট দেবেন এইমসের চিকিৎসক দল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen