আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় গ্রেপ্তার ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ায় বাংলাদেশি মৎস্যজীবীদের (Bangladeshi Fishermen) গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বঙ্গোপসাগর থেকে এক বাংলাদেশি ট্রলারকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ট্রলারটির নাম ‘মায়ের দোয়া’। তাতে ১৩ জন বাংলাদেশি মৎস্যজীবী ছিলেন। ট্রলারটিকে সুন্দরবনের ফ্রেজারগঞ্জ (Frazerganj) উপকূলে নিয়ে আসা হয়।
কোস্ট গার্ড, ইতিমধ্যেই আটক ১৩ জনকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দিয়েছে। তারা সত্যিই মৎস্যজীবী না-কি অন্য কোনও উদ্দেশ নিয়ে বেআইনিভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের দায়েই ট্রলার আটক করা হয়েছে।
জানা যাচ্ছে, আটক মৎস্যজীবীদের অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচণ্ডীপুর গ্রামে। কেউ কেউ ফিরোজপুর ও জিয়ানগরের বলেও জানা গিয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। উল্লেখ্য, এই নিয়ে পাঁচদিনের ব্যবধানে মোট ৩১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেপ্তার করা হল। দু’টি ট্রলার আটক করা হল। বিগত কয়েক মাসে এই ধরনের ঘটনা বার বার ঘটেছে উপকূল অঞ্চলে।