গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩০৯, পজিটিভিটি রেট ৪.২১ শতাংশ
ভাইরাস মোকাবিলায় একদিনে ৪৮ হাজার ০৬৭টি ডোজ দেওয়া হয়েছে।
Authored By:

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩০৯ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৩ হাজার ৯৭৫। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ২ জন।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৫০৩ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৯ হাজার ৩০২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ।
একদিনে ৭ হাজার ৩৪৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৪.২১ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ৪৮ হাজার ০৬৭টি ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১কোটি ৫০ লক্ষ ৫০ হাজার ২২৮ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।