পুরীর মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৩, আহত অনেক

June 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:৩৩: রবিবার ভোরে পুরীর গুন্ডিচা মন্দিরে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তথ্য অনুযায়ী, তাদের মধ্যে দু’জন মহিলা এবং অন্যজন পুরুষ। নিহতদের নাম বাসন্তী সাহু (৩৬), প্রেমাকান্ত মোহান্তি (৮০) এবং প্রবতী দাস (৪২)।

সূত্র মারফত জানা যাচ্ছে, রবিবার ভোর ৪.০০ টার দিকে শ্রী গুন্ডিচা মন্দিরে পাহাড় দেখার জন্য লোকজন ভিড় জমান। অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো ঘটনাটি হয় ভোর ৪টে থেকে ৫টার মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে কাঠ বহনকারী দুটি ট্রাক ওই সংকীর্ণ এলাকায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয়। সরু জমায়েত স্থল, সীমিত পুলিশের উপস্থিতি এবং রথের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা তালগাছের মই ভক্তদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল।এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

ওড়িশার আইনমন্ত্রী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উচ্চ পর্যায়ের তদন্তের ঘোষণা করেছেন। বিজেডিকে সরিয়ে এখন ওড়িশায় বিজেপি রাজ। মাসখানেক আগেই কুম্ভ মেলার পদপিষ্ট হওয়ার ঘটনার পরও সচেতন হয়নি প্রশাসন তা আরও একবার স্পষ্ট করে দিলো এই ঘটনা। দিনকয়েক আগে অমরনাথ যাত্রা থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় পুণ্যার্থীদের। একের পর এক দুর্ঘটনায় বিজেপি সরকারের আমলে ধর্মীয় সমাবেশে ভিড় সামলানোর ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, শুক্রবারের রথযাত্রায়ও একই রকম সমস্যা হয়েছিল পুরীতে। প্রচুর ভিড়ের কারণে ভগবান জগন্নাথের রথ টানা সম্ভব হয়নি। শয়ে শয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন।প্রায় ৭৫০ জন ভক্তকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তারপরেও কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা? কেনো সচেতন হলো না প্রশাসন, উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen