ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, কিশতওয়ারে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৩ জওয়ান

January 18, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:১২: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ফের উত্তপ্ত পরিস্থিতি। রবিবার দুপুরে সিংহপোড়া এলাকার সোন্নার গ্রামে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় ভয়াবহ গুলির লড়াই। এই এনকাউন্টারে তিন ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর।

সেনা সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে ওই এলাকায় পাকিস্তান-ভিত্তিক জইশ-ই-মহম্মদের ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। এর ভিত্তিতেই হোয়াইট নাইট কর্পসের নেতৃত্বে পুলিশ ও সেনার যৌথ বাহিনী ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ শুরু করে। তল্লাশি চলাকালীন জঙ্গিরা গ্রেনেড ছুড়ে হামলা চালালে স্প্লিন্টার ইনজুরিতে তিন জওয়ান আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁরা স্থিতিশীল।

সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিদের পালিয়ে যাওয়া আটকাতে গোটা এলাকা ঘিরে ফেলে ‘মেগা সার্চ অপারেশন’ চালানো হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও ড্রোন ও থার্মাল ইমেজিং প্রযুক্তির সাহায্যে জঙ্গিদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে। উল্লেখ্য, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী কিশতওয়ার ও ডোডা জেলার জঙ্গল এলাকায় প্রায় ৩৫ জন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen