ছত্তিশগড়ে বাহিনীর হাতে হত ২৬ মাওবাদী, শহীদ ১ জওয়ান

ছত্তিশগড়ের ছত্তিশগড়ের নারায়ণপুর ও দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ২৬ মাওবাদী।

May 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪২: ভারতবর্ষের অভ্যন্তরীণ জঙ্গি মাওবাদীদের নিকেশ করতে পুরোদমে চলছে ‘অপারেশন সংকল্প’। এবার ছত্তিশগড়ের ছত্তিশগড়ের নারায়ণপুর ও দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ২৬ মাওবাদী। বুধবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

আবুঝামাদের ঘন জঙ্গলে জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) সঙ্গে মাওবাদীদের একটি গোষ্ঠীর গুলি চালানো শুরু হয়। নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার ডিআরজি ইউনিটগুলি যৌথভাবে এই অভিযান চালায়। মাওবাদীদের শীর্ষ নেতৃত্বকে চারদিক দিয়ে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার জানিয়েছেন যে ২৬জন মাওবাদী এই গুলির লড়াইয়ে হত হয়েছে।

এই লড়াইয়ে শহীদ হয়েছেন একজন জওয়ান এবং আহত হয়েছেন আরেকজন। জানা যাচ্ছে, এই এলাকায় আপাতত তল্লাশি শেষ, এবং সকল মাওবাদীদের নিকেশ করা হয়েছে। হত মাওবাদীদের সংখ্যা আরও বাড়তে পারে, জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

এই এনকাউন্টার-সহ একের পর এক অভিযানে কয়েকশো মাওবাদীকে ইতিমধ্যেই নিকেশ করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনীরা। দেশের বাইরে অপারেশন সিঁদুর, এবং অভ্যন্তরে অপারেশন সংকল্পের মাধ্যমে জঙ্গিঘাঁটি ধ্বংস করতে মরিয়া ভারত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen