79th Independence Day: রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন বাংলার মুখ্যমন্ত্রীর, সম্মানিত রাজ্যের ছয় পুলিশ অফিসার
নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পর কুচকাওয়াজ অনুষ্ঠান শুরুর আগে রাজ্যের পুলিশ অফিসারদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১৮: দেশজুড়ে পালিত হচ্ছে ৭৯ তম স্বাধীনতা দিবস। ৭৯ তম স্বাধীনতা দিবসের সকালে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। এদিন সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পর কুচকাওয়াজ অনুষ্ঠান শুরুর আগে রাজ্যের পুলিশ অফিসারদের সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার প্রথমে নেতাজি মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মমতা বন্দোপাধ্যায় (Mamata banerjee)। এরপর গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ছয় পুলিশ অফিসারকে পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী। এ বছর ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ পেলেন আইজি (মালদা রেঞ্জ) দীপ নারায়ণ গোস্বামী, গৌরব শর্মা, মিরাজ খালিদ এবং দেবস্মিতা দাস। ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমেন্ডেবল সার্ভিস’ পেয়েছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও বাঁকুড়ার এসআই ঈশ্বর সোরেন। এরপর কলকাতা পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার কুচকাওয়াজ পরিবেশিত হয় রেড রোডে।