BJP শাসিত ছত্তিশগড়ে বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মার পুরুলিয়ার ৮ পরিযায়ী শ্রমিককে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০৮: বিজেপি শাসিত রাজ্যে আবারও আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধর করা হল শ্রমিকদের। অভিযোগ, বিজেপি শাসিত ছত্তিশগড়ে পুরুলিয়ার ৮ সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করে বজরং দলের সদস্যরা। জানা গিয়েছে, মারধরের কারণে একজনের হাত পর্যন্ত ভেঙে যায়। স্থানীয়দের থেকে খবর পেয়ে ৮ জনকে উদ্ধার করে রাইপুর জেলার কোতয়ালি থানার পুলিশ।
জানা গিয়েছে, তিন মাস আগে ছত্তিশগড়ের রায়পুর জেলার কোতয়ালি থানার সুরজপুর এলাকায় পাউরুটি কারখানায় কাজে যান পুরুলিয়ার চেপড়ি গ্রামের বাসিন্দা শেখ জসিম। কারখানায় আরও শ্রমিকের চাহিদা থাকায় জসিমের ভাই শেখ আলম, চেপড়ি গ্রামের বাসিন্দা শেখ বাবিন ওরফে শরিফুল, শেখ জুলফিকার ও শেখ সাহিল-সহ তেঁতলো গ্রামের আরবাজ কাজী এবং আড়শা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইল ওই কারখানায় কাজে যান। আটজনই ছত্তিশগড়ের সুরজপুর এলাকার পেররী গ্রামে একটি পাউরুটি কারখানায় কাজে যোগ দেয়। অভিযোগ, রবিবার বিকেলে পারিশ্রমিক নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের সমস্যা হয়। এর পরই বজরং দলের সদস্যরা কারখানায় পৌঁছায়। বাংলায় কথা বলায় তাদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বেধড়ক লাঠিপেটা করে। যার জেরে শেখ জসিমের একটি হাত ভেঙে যায়। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়।
বাংলায় কথা বলার জন্য মারধর করায় আতঙ্কিত শ্রমিকদের পরিবারের সদস্যরা। ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন তাঁরা। ছত্তিশগড় পুলিশের এক আধিকারিক পুরুলিয়ায় ফোন করে ওই আটজনের নাম, ঠিকানা জানতে চান। তাতেই এ ঘটনা প্রকাশ্যে আসে। পুরুলিয়া মফস্বল থানার আইসির সঙ্গে দেখা করেন তাঁরা। তাঁদের পরিবার প্রত্যেকের নথি পত্র পুলিশের হাতে জমা দেন। জানা গিয়েছে, আড়শা ও পুরুলিয়া মফস্বল থানার তরফে প্রত্যেকের পরিচয় পত্র-সহ প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। পরিযায়ী শ্রমিকেরা যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন, তার জন্য যোগাযোগ রাখছে পুলিশ, প্রশাসন ও রাজ্য সরকার।