পরিবেশ রক্ষায় অভিনব উদ্যোগ, বাতিল ইলেকট্রনিক যন্ত্রপাতি সংগ্রহের ক্যাম্প বসবে পাড়ায় পাড়ায় প্রতি বছর দেড় লক্ষ মেট্রিক টন ই-ওয়েস্ট তৈরি হচ্ছে বাংলায়। নিত্য নতুন গ্যাজেট কিনছে আমবাঙালি। পুরনো মোবাইল, টিভি, ইস্ত্রি, ওয়াশিং মেশিন পড়ে থাকছে।