৮৩ বছর ধরে সামসির মহেশপুর ফোকদার পরিবারে পালিত হচ্ছে রাস উৎসব
জানা যায়, সেই সময় নানা সমস্যায় জড়িয়ে পড়েছিলেন মালদহের সামসি মহেশপুর ফোকদার পরিবারের সদস্যরা।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদহের সামসি মহেশপুর ফোকদার পরিবারের রাস উৎসব এবার ৮৩তম বর্ষে পড়ল। ৮৩ বছর আগে মহেশপুরে রাস উৎসবের সূচনা করেছিলেন স্বর্গীয় রজনীকান্ত ফোকদার।
জানা যায়, সেই সময় নানা সমস্যায় জড়িয়ে পড়েছিলেন মালদহের সামসি মহেশপুর ফোকদার পরিবারের সদস্যরা। তাঁরা কার্যত দিশাহীন হয়ে পড়েছিলেন। তখন ভক্তি এবং শ্রদ্ধা সহকারে রাধা গোবিন্দের কাছে পরিবারের সদস্যরা মানত করেছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রভু সেই মানত পূরণ করে দিয়েছিলেন। সেজন্য পরিবারের সদস্যরা রাস উৎসবের প্রথম সূচনা করেছিলেন। তারপর ধীরে ধীরে প্রভুর সেই মহিমার কথা ছড়িয়ে যায় আশপাশের গ্রামগুলিতে। সেই থেকে গ্রামবাসীরাও রাস উৎসবে মেতে ওঠেন।
এবারও গ্রামবাসীদের সহযোগিতায় তিন দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। রবিবার রাধা গোবিন্দ সহ বিভিন্ন সখীদের বিশেষ পুজো দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কয়েক দিন ধরে প্রভুর পুজো হবে। এর পাশাপাশি রাজকীয় ভাবে প্রভুর জন্য সেবা যত্নের ব্যবস্থা থাকছে। অন্ন ভোগের নিয়ম নেই। সেবায় নিবেদন করা হবে লুচি, সব্জি, ক্ষীর, মাখন সহ নানা কিছু। আগামী দু’দিন কীর্তন, বাউল গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। সেখানে স্থানীয় শিল্পীদের সুযোগ দেওয়া হয়। শেষ দিনে উৎসব প্রাঙ্গণে বিরাট নরনারায়ণ সেবা দেওয়া হবে। এই উৎসবকে কেন্দ্র করে গ্রামে মেলা বসে। এতে প্রচুর মানুষ শামিল হয়।