২০০২-এর ভোটার তালিকায় গায়েব নাম, দুশ্চিন্তায় ৯৫ বছরের বৃদ্ধা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: হাওড়ার ডোমজুড়ের বেগড়ির ৯৫ বছরের সুষমা ঘোষ (Sushama Ghosh) প্রতি বছর নিয়ম করে ভোট দিতে যান। কিন্তু এবার এনিউমারেশন ফর্মই (Enumeration form) আসেনি! পরিবারের সবার ফর্ম এলেও তাঁর নামই নেই নতুন ভোটার তালিকায়। নির্বাচন কমিশনের (Election Commission of India) প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকায় (voter list) নাম বাদ যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুষমা।
সুষমার বড় ছেলে দেবাশিস ঘোষ বেগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি তৃণমূলের (TMC) হয়ে সাধারণ মানুষকে এনিউমারেশন ফর্ম পূরণে সাহায্য করছেন এবং নিয়মিত ভোটরক্ষা শিবিরে উপস্থিত থাকছেন। অথচ, নিজের মায়ের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দেবাশিসের দাবি, চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত তালিকায় তাঁর মায়ের নাম ছিল।
ডোমজুড় পঞ্চায়েত সমিতির (Domjur Panchayat Samiti) অন্তর্ভুক্ত হলেও বেগড়ি গ্রাম পঞ্চায়েতটি জগৎবল্লভপুর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। সেখানকার ভোটার তালিকায় সুষমার নাম, ছবি এবং এপিক নম্বর স্পষ্টভাবে রয়েছে। কিন্তু নতুন তালিকায় তাঁর নাম গায়েব হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে কমিশনের কাজকর্ম নিয়ে।
সুষমা ঘোষ নিজে বলেন, “প্রতিবার ভোট দিতে যাই। এবার ফর্ম পাইনি। খুব চিন্তা হচ্ছে, ভোট দেব কীভাবে? ফর্ম যদি না পাই, তা হলে কি আমার ভোট দেওয়া হবে না?” স্থানীয়রা মনে করছেন, এত বয়সে নিয়মিত ভোট দিয়ে আসা এক প্রবীণ নাগরিকের (senior citizen) নাম বাদ পড়া প্রশাসনিক গাফিলতিরই প্রমাণ। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়।