পুজোয় দমকলের বিশেষ প্রস্তুতি, রাজ্যজুড়ে খোলা হচ্ছে ৯৭ অস্থায়ী ফায়ার স্টেশন ইউনিট
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৫: পুজোর আগে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বড়সড় উদ্যোগ নিল রাজ্যের দমকল দপ্তর। নিউটাউনের ফায়ার স্টেশনে সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেন দমকলমন্ত্রী সুজিত বসু।
তিনি জানান, দুর্গাপুজোর ভিড় সামাল দিতে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে রাজ্যজুড়ে ৯৭টি অস্থায়ী ফায়ার স্টেশন খোলা হবে। পাশাপাশি কলকাতা ও শহরতলির বড় মণ্ডপগুলিতে ২৫টি ‘ফায়ার কিয়স্ক’ তৈরি করা হবে, যেখানে প্রাথমিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা রাখা থাকবে।
মন্ত্রী বলেন, “২০১১ সালে যেখানে রাজ্যে ১০৯টি দমকল কেন্দ্র ছিল, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬-এ। খুব শিগগিরই আরও ২৫টি স্থায়ী ফায়ার স্টেশন তৈরি হবে। রাজ্যের প্রতিটি প্রান্তে দমকল পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য।”
এছাড়াও পুজোর আগে ১৯ সেপ্টেম্বর থেকে দমকল ডিজির নেতৃত্বে শহরের বড় মণ্ডপগুলির অগ্নি নিরাপত্তা খতিয়ে দেখা হবে। সচেতনতামূলক প্রচারের জন্য এফএম রেডিওর মাধ্যমও ব্যবহার করা হবে।
রাজ্যের দমকল বিভাগের প্রযুক্তিগত উন্নয়নের দিকেও জোর দেওয়া হচ্ছে। মন্ত্রীর কথায়, “আগামী দিনে ফায়ার ড্রোন ও রোবট যুক্ত করা হবে। এতে দুর্ঘটনার সময় আরও দ্রুত ও নিরাপদে কাজ করা সম্ভব হবে।”
সুজিত বসু আরও জানান, কালীঘাট ও টালিগঞ্জে পাঁচ পাম্পের আধুনিক ফায়ার স্টেশন এই বছরের মধ্যেই চালু হবে। পাশাপাশি আইনি জটিলতা মিটলেই দমকল বিভাগে নতুন নিয়োগের পথও খুলে যাবে।
প্রতিবছর দুর্গাপুজোয় অগ্নিকাণ্ড ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেয় রাজ্য। এবছর সেই প্রস্তুতি আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হতে চলেছে, এমনটাই জানালেন দমকলমন্ত্রী।