যমুনা নদীর বিষাক্ত জলের ফেনাতেই চলল ছটপুজো

প্রতিবছরই শীতকালে দিল্লির বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়।

November 8, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

দিল্লির কালিন্দি কুঞ্জের কাছে যমুনা নদীতে বিষাক্ত ফেনা ভাসার দৃশ্যে তাজ্জব সকলেই। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

যমুনায় অ্যামোনিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ায় গত শনিবার সন্ধ্যা থেকে রাজধানীর জল সরবরাহ ব্যাহত হয়েছে। দীপাবলির পর থেকেই দিল্লির সামগ্রিক বায়ুর মান গুরুতর হয়ে উঠেছে। আর জলের এই ফেনাও বিষাক্ত বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

প্রতিবছরই শীতকালে দিল্লির বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। এর জেরে হৃদরোগ, শ্বাসকষ্ট এমনকি ফুসফুসের ক্যানসারের মতো মারণরোগ বাসা বাঁধে। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

যমুনা নদীর এই ভয়াবহ অবস্থার মধ্যেই মহা ধুমধামে ছটপুজো উদযাপন করতে দেখা গেল স্থানীয় মানুষকে ৷ সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

পুণ্যার্থীরা এখানে স্নান সারেন। যার জেরে এই জল আরও কয়েকগুণ বেশি দূষিত হয়ে গিয়েছে বলে অনুমান। পুজো সামগ্রীও এই জলেই বিসর্জন দিতে দেখা যায় ৷ সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

মানুষের সচেতনতার অভাবে উদ্বিগ্ন প্রশাসন। ওই বিষাক্ত ফেনা জলের সামনেই চলতে থাকে দেদার ছবি তোলার পর্ব। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

ছট পুজো উপলক্ষ্যে কাতারে কাতারে মানুষ যমুনা নদীর তীরে প্রার্থনা করেন। এমনকী পুরুষরা ধুতি পরে এবং মহিলারা নতুন শাড়ি পরে দূষিত জলের ভাসমান সাদা ফেনার মধ্যে নেমে গিয়েছিলেন। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

দূষণের মধ্যেও পুজো উপলক্ষ্য়ে নানা রকমের ফুল, তাজা ফল এবং অন্যান্য সামগ্রী দিয়ে নৈবেদ্য নিবেদন করেন তাঁরা। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

দুর্গন্ধযুক্ত ওই সাদা ফেনার মধ্যে দাঁড়িয়েই ভক্তিভরে পুজো করেন কেউ কেউ। আবার ওই সাদা ফেনার মধ্যে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন অনেকে। সৌজন্যে- টাইমস অফ ইন্ডিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen