কলকাতা পুরভোট: বিজেপির বৈঠকে অনুপস্থিত খোদ দুই পর্যবেক্ষক
কলকাতা পুরভোটের রূপরেখা নির্ধারণ বৈঠকে অনুপস্থিত রইলেন বিজেপির নির্বাচন পরিচালনা কমিটির তিন পর্যবেক্ষকের মধ্যে ২ জন-ই। রাজ্য বিজেপির কলকাতা পুরভোট সংক্রান্ত বৈঠকে একমাত্র উপস্থিত রইলেন পর্যবেক্ষক জ্যোতির্ময় সিং মাহাত। অনুপস্থিত থাকলেন অর্জুন সিং ও রাজু বন্দ্যোপাধ্য়ায়। একইসঙ্গে বোরো ভিত্তিক দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের অনেকেও আজকের বৈঠকে অনুপস্থিত বলে দলীয় সূত্রে খবর। বৈঠকে নাম ধরে ডাকা হলে দেখা যায় তাঁরা আসেননি।
হেস্টিংস কার্যালয়ে আজ কলকাতা পুরভোট নিয়ে বৈঠকে বসে রাজ্য বিজেপি। প্রথমে উত্তর কলকাতার নির্বাচনী বৈঠক হয়। তারপর দক্ষিণ কলকাতার বৈঠক শুরু হয়। উত্তর কলকাতার বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক জোতির্ময় সিং মাহাত প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু দক্ষিণ কলকাতার বৈঠক শুরু হতে দেখা যায় পর্যবেক্ষক অর্জুন সিং উপস্থিত নেই। বৈঠকের সময় গড়িয়ে যায়, কিন্তু তিনি অনুপস্থিত-ই থাকেন। একইসঙ্গে অনুপস্থিত রাজু বন্দ্যোপাধ্য়ায়ও। দীর্ঘ বৈঠকে প্রার্থীতালিকা নিয়ে তেমন কোনও আলোচনা হয়নি বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। বদলে আলোচনার বড় অংশ জুড়েই ছিল বুথে বুথে এজেন্ট নিশ্চিত করা। বিধানসভা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার পর কোন কৌশলে ওয়ার্ডগুলিতে কর্মী ও এজেন্ট নিশ্চিত করা যায়, সেই স্ট্রাটেজি-ই প্রথম পর্যায়ের বৈঠকে স্থির হয়।
আজকের এই বৈঠকে উপস্থিত আছেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, অমিত মালব্য প্রমুখ। তবে নির্বাচন পরিচলানা কমিটির পর্যবেক্ষক হয়েও আজকের বৈঠকে অর্জুন সিং ও রাজু বন্দ্যোপাধ্য়ায় কেন অনুপস্থিত? সে সম্বন্ধে প্রশ্নচিহ্ন দেখা দিলেও, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন যে, “কেউ উপস্থিত না থাকা মানেই সে অন্য দলে চলে গেল, এমনটা নয়। তাঁরা হয়তো দলের কাজেই অন্যত্র ব্যস্ত আছেন।”