মুম্বই টেস্ট: দলে নেই ইশান্ত-রাহানে-জাদেজা

বাম হাতের কড়ে আঙুলটি ডিসলোকেশন হয়েছে ভারতীয় এই ফার্স্ট বোলারটির। বাম বাহুর চোটের কারণে বাদ দেওয়া হয়েছে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

December 3, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে দল থেকে বাদ পড়লেন ইশান্ত শর্মা, অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। আজ, শুক্রবার ম্যাচ শুরু প্রাক মুহূর্তে একথা ঘোষণা করল বিসিসিআই।

জানানো হয়েছে, কানপুর টেস্টে খেলার শেষদিন আঙুলে চোট পেয়েছিলেন ইশান্ত। বাম হাতের কড়ে আঙুলটি ডিসলোকেশন হয়েছে ভারতীয় এই ফার্স্ট বোলারটির। বাম বাহুর চোটের কারণে বাদ দেওয়া হয়েছে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি, বাম হ্যামস্ট্রিংয়ে ইনজুরির জেরে এই টেস্টে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে। ইশান্তের মত তিনিও কানপুর টেস্টের শেষ দিনেই চোট পান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen